• মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

বগুড়ার ৭টি আসনে নতুন ভোটার ১ লক্ষাধিক

নিউজ ডেস্ক
আপডেটঃ : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

বগুড়া প্রতিনিধি:- বগুড়া জেলায় ভোটার তালিকা হালনাগাদ শেষে ১ লাখ ২ হাজার ১৮৪জন ভোটার বেড়েছে এবং মৃত্যু সহ নানা কারনে তালিকা থেকে বাদ পড়েছেন ৪৪ হাজার ৬শত ৩ জন। এর মধ্যে বগুড়া সদরে সবচেয়ে বেশী নতুন ভোটার হয়েছেন এবং বেশীসংখ্যক বাদ পড়েছেন।

বগুড়া জেলা সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে , গত ২০ জানুয়ারি থেকে জেলার ১২ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়ে ৩ ফেব্্রূয়ারি শেষ হয়। এই সময়ের মধ্যে জেলায় এক হাজার ১৯৩ জন তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ৯৮ হাজার ৭শত ৭৭ জন নতুন ভোটার হতে ফরম পূরণ করেন। তথ্য অনুযায়ী, বগুড়া সদর উপজেলায় তালিকায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৯ হাজার ৯৯০ জন এবং বাদ পড়েছেন ৭ হাজার ৫৯২ জন।

শিবগঞ্জে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১৩ হাজার ১৯৬ জন ও বাদ পড়েছেন ৫ হাজার ৮৪২ জন। সারিয়াকান্দি উপজেলায় নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ৯ হাজার ৩৯৫ জন ও বাদ পড়েছেন ৪ হাজার ৬৬৯ জন। সোনাতলায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৭ হাজার ৩৮৫ জন ও বাদ পড়েছেন ৩ হাজার ৪৮২ জন। আদমদীঘিতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৫ হাজার ৬১৬ জন ও বাদ পড়েছেন ৩ হাজার ৫৪২ জন।

দুপচাঁচিয়া উপজেলায় নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৫ হাজার ৬১২ জন ও বাদ পড়েছেন ২ হাজার ১৫৬ জন। কাহালুতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ২ হাজার ৮৯৬ জন ও বাদ পড়েছেন ২ হাজার ১৫৮ জন। নন্দীগ্রামে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৬৬২ জন ও বাদ পড়েছেন ৩৫৬ জন। শেরপুরে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন ১১ হাজার ১৩২ জন ও বাদ পড়েছেন ৩ হাজার ৮২৫ জন। ধুনটে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৮ জন ও বাদ পড়েছেন ২ হাজার ০৮৮ জন।

গাবতলীতে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ১২ হাজার ৬৩০ জন ও বাদ পড়েছেন ৫ হাজার ১১২ জন। শাজাহানপুরে নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন ৯ হাজার ৭২২ জন ও বাদ পড়েছেন ৩ হাজার ৭৮১ জন। এ নিয়ে বগুড়া জেলার ১২টি উপজেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়ালো প্রায় ৩০ লক্ষ ।

জেলা নির্বাচন অফিস সূত্রে আরও জানা গেছে, জেলায় মোট ১ হাজার ১৯৩ জন তথ্য সংগ্রহকারী ২৬৬ জন সুপারভাইজারের আওতায় ভোটার তালিকা হালনাগাদের কাজ করা হয়েছে। প্রতিজন সুপারভাইজারের তত্বাবধানে ৪ জন করে তথ্যসংগ্রহকারী কাজ করেছেন । ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম অথবা বিগত ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে বাদ পড়েছেন তাদের নিবন্ধন করা হয়।

বগুড়ার অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ আবু ছাইদ বলেন, জেলা নির্বাচন অফিস কর্তৃক নিয়োগকৃত তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারের আওতায় ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ