• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে প্রবাসী আয় এলো ২০৪৪৭ কোটি টাকা ২৫ দিনে অভিযান পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা বাধ্যতামূলক করতে ড্রোনের নিবন্ধন, বাতিল হচ্ছে আগের নীতিমালা নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে: আমীর খসরু চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান ছাড়েননি ইবতেদায়ি শিক্ষকরা বিএনপির সঙ্গে ছাত্রনেতাদের ভুল বোঝাবুঝি কাম্য নয় চিত্রনায়িকা পরীকে গ্রেফতার করতে আদালতের র্নিদেশ বাংলাদেশি দক্ষ কর্মী চায় ইউরোপ, প্রশিক্ষণে টাকা দেবে ইইউ জুলাই-আগস্টে কারাগার থেকে পালানো ৭০০ বন্দিকে এখনো ধরা যায়নি : স্বরাষ্ট্র উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পুতুলের দায়িত্ব পালন দেশের জন্য মর্যাদাহানিকর: দুদক

রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে সংরক্ষিত ৮ নং ওয়ার্ডে ভোট পুন:গণনার দাবিতে চশমা প্রতীকের প্রার্থীর সংবাদ সম্মেলন

আপডেটঃ : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

রংপুর অফিস॥
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ৮ নং ( ২৩,২৪ ও ২৫ ) নং ওয়ার্ডে চশমা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থী আরজানা বেগম পুনরায় ভোট গণনার দাবি জানিয়েছেন।  গতকাল সোমবার দুপুরে রংপুর মহানগরীর এসোড ট্রেনিং সেন্টারে এক সাংবাদিক সম্মেলন করে তিনি  এ দাবি জানান। লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের সামনে বলেন, গত ২১ ডিসেম্বর বৃহস্পতিবার রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত ৮নং ( ২৩,২৪ ও ২৫ র্) ওয়াডে ভোট গণনায় ও ফলাফল প্রকাশে ব্যাপক অনিয়ম ও কারচুপির আশ্রয় নেয়া হয়েছে। উক্ত ওয়ার্ডের মোট  আঠারোটি কেন্দ্রে তিনি এগিয়ে থাকার পরেও তার ফলাফল পরিকল্পিত ভাবে পাল্টিয়ে দিয়ে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। তিনি অভিযোগ করেছেন,ভোট গণনার সময় অনেক কেন্দ্র থেকে তার এজেন্টদেরকে জোর করে বের করে দেয়া হয়েছে। অনেক কেন্দ্রে তার ফলাফল পাল্টিয়ে ফেলায় উপস্থিত পুলিং এজেন্টগণ এর প্রতিবাদ করে ফলাফল পত্রে সই স্বাক্ষর করেনি। তাদের  প্রতিবাদে প্রতি কর্নপাত না করে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ নিজেই মনগড়া ফলাফল পত্র প্রস্তুুত করে সই স্বাক্ষর করে পুলিং এজেন্টদের স্বাক্ষর না নিয়ে রিটানিং কর্মকর্তার নিকট জমা দেন। অভিযুক্ত কেন্দ্রগুলো যথাক্রমে সালেমা বালিকা উচ্চ বিদ্যালয়, ইউসেপ স্কুল, জুম্মাপাড়া প্রাথমিক বিদ্যালয়, বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মোসরেম উদ্দিন বালিকা বিদ্যালয়, সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় এবং  নিউ জুম্মাপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র গুলো থেকে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার গণ চশমা মার্কা প্রতীকে এজেন্টদেরকে ফলাফল পত্র না দিয়ে নির্বাচন কন্টোল রুমে যোগাযোগ করতে বলেন। এতে এজেন্ট গণ তাদেরকে বাধা দিলে তারা পুলিশ দিয়ে এজেন্টদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করেন।
আরজানা বেগম অভিযোগ করেন, তিনি প্রায় সাড়ে আট হাজার ভোটে এগিয়ে থাকার পরেও নির্বাচন  কন্টোল রুম থেকে তার প্রাপ্ত ভোট সাত হাজার ৭৭৬ প্রকাশ করা হয়েছে। যা মনগড়া এবং পরিকল্পিত বলে তিনি অভিযোগ করেছেন। তিনি জানান, এর প্রতিবাদ করে  গত ২৪ ডিসেম্বর তিনি রংপুর সিটি কর্পোশন নির্বাচন-২০১৭ এর  রিটানিং কর্মকর্তার বরাবরে এক লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি এই ধরণের নজির বিহীত অনিয়ম ও কারচুপির প্রতিকার চেয়ে  তিনি, প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের সহায়াতা চেয়ে ভোট পুন: গণনার  জন্য অনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ