• সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:২০ অপরাহ্ন

চিতলমারীতে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আপডেটঃ : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি॥
বাগেরহাটের চিতলমারীতে বৈশাখী টেলিভিশনের ১২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় চ্যানেলটির একযুগ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে অডিটরিয়াম ভবনে কেক কেটে আনন্দ-উদ্দিপনার সাথে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুসাঈদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শেরে বাংলা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ মোহসীন রেজা, বাংলাদেশ আওয়ালীগের কেন্দ্রীয় উপকমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাড: শম্ভু নাথ রায়, চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুখময় ঘরামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, মৎস্য কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, চিতলমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা, চিতলমারী অন্তরালে পত্রিকার সম্পাদক ও প্রকাশক একরামুল হক মুন্সী, সাংবাদিক শেখর ভক্ত, পংকজ মন্ডল, প্রভাষক প্রদীপ মন্ডল, বৈশাখি টেলিভিশন প্রতিনিধি বিভাষ দাস, এস এম খালিদ হাসানসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের নের্তৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ