চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ জেলা কে মাদক, জঙ্গি ও সন্ত্রাস মুক্ত জেলা গড়ার প্রত্যায় ব্যাক্ত করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বিপিএম । মাদক সেবনকারী কিংবা মাদক বিক্রয়কারী উভয় অপরাধী। মাদক সেবনকারী কিংবা মাদক বিক্রয় কারী কে দেখতে পেলে পুলিশ কে খবর দেওয়ার আহবান জানান। তিনি বলেন জঙ্গি মুক্ত সমাজ গঠনে পুলিশ প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গি মুক্ত সমাজ গঠনে মসজিদের ইমামদের মাদক ও জঙ্গির কুফল সম্পর্কে ব্যাখা করার আহবান জানান। মাদকাসক্ত ব্যাক্তি কে জেল খানায় রেখে নেশা হতে দূর করা সম্ভব না। মাদক নিরাময় কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন। । সরকার মাদক ও জঙ্গি মুক্ত সমাজ গঠনে তথ্য দিয়ে সহোযোগীতাকারীদের পরিচয় গোপন রেখে অার্থিক পুরস্কার দেন। তারই ধারা বাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে গত মাসে মাদক ও জঙ্গি সম্পর্কে তথ্য প্রদান করায় ১লাখ ৮২ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে। এই জেলায় জঙ্গির কোন ঠায় হবে না। মঙ্গলবার দেবীনগর ধুলাউড়ি হাট যুব সমাজ আয়োজিত রাত ৭ টার দিকে কৃতি ছাত্র-ছাত্রী সংর্বধনা ও পুলিশিং কমিউনিটি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মোঃ কশিমুদ্দীন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীনগরের কৃতি সন্তান ও তানোরের নির্বাহী অফিসার মোঃ শওকত অালী, সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার সাবের রেজা চৌধুরী, দেবীনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক, দেবীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান,মোঃ আ. ক. ম সাহেদুল অালম পলাশ। প্রধান অতিথি বুয়েটে চান্স প্রাপ্ত কৃতি ছাত্র মোঃ মোহেমুনুল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল আজিজ,সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, দিয়াড় কলেজের শিক্ষক মোঃ সেলিম, মোঃ মাজহারুল ইসলাম,মোঃ মাইনুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী। প্রোগাম সঞ্চালনা করেন মোঃ নাসির আলী।