• বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৫:৪৮ অপরাহ্ন

ট্রাম্পের শান্তি প্রচেষ্টা ‘শতাব্দীর সেরা চপেটাঘাত’: আব্বাস

আপডেটঃ : সোমবার, ১৫ জানুয়ারী, ২০১৮

ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রচেষ্টার নিন্দা জানিয়ে একে ‘শতাব্দীর সেরা চপেটাঘাত’ বলে আখ্যায়িত করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানীর স্বীকৃতি দেয়া বিষয়ে রবিবার রামাল্লায় ফিলিস্তিনের কেন্দ্রীয় পরিষদের এক বৈঠকে তিনি এ নিন্দা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
দুই ঘণ্টাব্যাপী বক্তব্যে আব্বাস জোর দিয়ে বলেন, তিনি ইসরাইলের সঙ্গে শান্তি আলোচনায় ট্রাম্প প্রশাসনকে আর মধ্যস্থতাকারী হিসেবে মেনে নেবেন না। এসময় তিনি শান্তি প্রক্রিয়ায় আন্তর্জাতিক নেতৃত্বের আহ্বান জানান। ১৯৯৪ সালে স্বাক্ষরিত অসলো শান্তি চুক্তি ভেঙ্গে ফেলায় তিনি ইসরাইলকে অভিযুক্ত করেন।
চুক্তিটিই ছিল ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যকার সম্পর্কের ভিত্তি। তিনি বলেন, ফিলিস্তিন এর জবাব দেয়ার জন্য সব ধরনের কৌশল যাচাই করে দেখবে। পাশাপাশি আব্বাস জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি ও ইসরাইলি রাষ্ট্রদূত ডেভিড ফ্রিডম্যানেরও কড়া সমালোচনা করেন। তিনি এই দুই রাষ্ট্রদূতকে ‘কলঙ্কিত ব্যক্তি’ হিসেবে আখ্যায়িত করেন। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ