• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : রেলমন্ত্রী

আপডেটঃ : শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, বিএনপি-জামায়াত শিক্ষা প্রতিষ্ঠানসহ দেশের কোনো উন্নয়ন চায় না। তারা শুধু লুটপাট করে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে স্কুল, কলেজ, মাদরাসা, পুল-কালভার্টসহ সবক্ষেত্রে দেশের উন্নয়ন হয়। চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কাজী জাফর, জামায়াতের ডা. তাহের, বিএনপির কাজী জহিরের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো উন্নয়ন হয়নি।

আজ শনিবার কুমিল্লার চৌদ্দগ্রাম মাধ্যমিক পাইলট বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি জিএম মীর হোসেন মীরুর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা ইদ্রিস মিয়াজীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, পৌরসভার মেয়র মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈন উদ্দিন, ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, সাবেক চেয়ারম্যান এস এম শোয়েব, জেলা কৃষকলীগ নেতা মমিনুর রহমান ফটিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটোয়ারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ধর্মীয় বিষয়ক আবুল খায়ের, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ভ.ম আফতাবুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক হেলাল, জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, মোশারেফ হোসেন, ভিপি মাহবুবুর হোসেন মজুমদার, কাজী জাফর, একরামুল হক, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব কাজী নজরুল ইসলাম কামাল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী আল রাফি, মতিউর রহমান জালাল, নুরুল আলম, সোহাগ মাহমুদ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবদুল বাতেন।আলোচনা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ