• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন

সিলেটে নির্বাচনী প্রচারণায় এবার যাচ্ছেন এরশাদ

আপডেটঃ : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৮

এ বছরের শেষদিকে জাতীয় নির্বাচন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী মঙ্গলবার সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করার একদিন পরই সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ বৃহস্পতিবার সিলেট আসছেন। তার সঙ্গে আসছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি.এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি প্রমুখ।
জাপা চেয়ারম্যান এরশাদ আজ বেলা ১টায় হেলিকপ্টার যোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা জাপার সদস্য সচিব মো. উছমান আলী। তার সফর সঙ্গীদের মধ্যে থাকছেন বিরোধী দলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি, এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।
এরশাদ ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে হযরত শাহজালাল (রহ.) ও পরে হযরত শাহপরান (রহ.) মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ