• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৯:৫৯ পূর্বাহ্ন

দেশের মানুষ পরিবর্তন চায় : এরশাদ

আপডেটঃ : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন মানুষ আজ শান্তিতে ঘুমাতে পারে না। সাংবাদিকরা লিখতে পারে না। বর্তমান সরকার মানুষের সুযোগ হরণ করেছে। দেশের মানুষ এখন ভাল নেই। ৬০ টাকা কেজি চাল কিনে মানুষ ভাল থাকতে পারে না। তাই দেশের মানুষ আজ পরিবর্তন চায়।
শনিবার বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে জাপা আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, মানুষ মুক্তভাবে নিঃশ্বাস নিতে চায়। দেশের মঙ্গল ও মানুষের কল্যাণে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
জাপা প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি হাফিজ উদ্দীন আহাম্মদ সভায় সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, শওকত আলী এমপি, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব রেজাউর রাজী স্বপন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ