বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, খালেদা জিয়ার রায় ঘোষণার দিন তার নিরাপত্তার জন্য রাস্তায় পুলিশ মোতায়েন থাকবে। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রাস্তায় নামবেন না।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে সিলেট যেতে কেউ বাধা দেয়নি। তার নিরাপত্তায় ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।
খালেদা জিয়ার মামলার রায়ের ব্যাপারে তিনি আরও বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা খালাসও পেতে পারেন আবার সাজাও হতে পারেন। এটা আদালতই ভালো বলতে পারবেন। এ বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করবে আদালত। এই মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসামি।