• শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন

চুরির মিথ্যা অপবাদ দিয়ে গৃহবধুকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা

আপডেটঃ : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৮

লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউপি’র বদরপুর নাগর খাইয়া বাড়ীর কালু মিয়ার ছেলে মোঃ রাজু ইসলাম (২৭) ও শ্রীপুর বকসি বাড়ীর চাটখীল জামে মস্জিদের খতিব মাওঃ বেলাল আহম্মেদের মেয়ে সুমাইয়া আক্তার পাপ্পি (২১) এর সাথে প্রায় দেড় বৎসর পূর্বে পারিবারিকভাবে বিবাহ হয়। এরই মাঝে রাজু ইসলাম আবুদাবি চলে যায়। সুমাইয়া আক্তার জানায় স্বামী বিদেশ চলে যাওয়ার পর হইতে শশুর, শাশুড়ী ও ননদেরা নানহভাবে তার উপর অত্যাচার চালায় এতে সে তার পিতার বাড়ীতে অবস্থান করিতেছে। সম্প্রতি রাজু ইসলাম বিদেশ থেকে বাড়ীতে আসলে গত রবিবার গভীর রাতে তারা সকলে মিলে আমাদের পরিবারের লোকজনকে ফাঁসানোর জন্য একটি চুরির নাটক সাজায়। সরজমিনে গেলে রাজু ও তার বোন পারভীন জানায় বিল্ডিং এর ব্যান্টিলিটার ভেঙ্গে চোর প্রবেশ করে মূল্যবান সকল জিনিসপত্র রাজুর বিদেশে ভিসা লাগানো পাসপোর্ট ফিরে যাওয়ার টিকেট, আইডি কার্ডসহ সকল মূল্যবান জিনিস নিয়ে যায়। এ কাজ সুমাইয়া ও তার পিতা মাওলানা বেলাল আহম্মেদ লোকজন দিয়ে করাইয়েছে বলে তারা ধারনা করে। এলাকাবাসী জানায় রাজুর পরিবার যাহা ধারনা করেছে, তাহা মোটেও ঠিকনা। সুমাইয়ার পরিবারের লোকজন কোনভাবেই এ কাজ করিতে পারে না। এ ব্যাপারে মোহাম্মদিয়া থানার পুলিশ পরিদর্শক বেলাল আহম্মেদ জানায়, রাজুর বোন পারভীন লিখিত একটি অভিযোগ করিলে আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পেলাম ৮ ইঞ্চি একটি ব্যান্টিলিটার দিয়ে কোন অবস্থায় কেহ প্রবেশ করিতে পারিবেনা। চুরির বিষয়টি একটি নাটক বলেই মনে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ