মোমেনা আলী বিজ্ঞান স্কুল উপ-কেন্দ্রের দুই এমএলএসএস কর্মচারীকে শনিবার নকল সরবরাহের দায়ে জরিমানা করা হয়েছে। তারা হলেন- আমিরুল ইসলাম ও আব্দুল মমিন।
পরীক্ষা কেন্দ্রের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জমান জানান, ওই দুই কর্মচারী পরীক্ষার্থীদেরকে নকল সরবরাহ করেন। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।