সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ও ডিবি পুলিশ। সিরাজগঞ্জের এনায়েতপুরে ৩০ গ্রাম হেরোইনসহ সাহেদ আলী শেখ (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের র্যাব-১২ সদস্যরা। সাহেদ এনায়েতপুর থানার চর বেতিল গ্রামের মৃত হাসান আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের অফিস সহকারী আনোয়ার হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে সিরাজগঞ্জ র্যাব-১২ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন এর নেতৃত্বে এনায়েতপুরের চর বেতিল গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৩০ গ্রাম হেরোইনসহ সাহেদকে আটক করা হয়। এব্যাপারে এনায়েতপুর থানায় মামলা দায়ের হয়েছে। এদিকে সিরাজগঞ্জ ডিবি পুলিশ শহরের মাহমুদপুরের ওপেল গার্ডেন সংলগ্ন ঈদগাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে শরীরের সাথে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৬০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করেছে। আটক কৃতরা হলো রাজশাহী জেলার পুঠিয়া থানার মফিজুল ইসলামের ছেলে মো. এহতেশাম তানভীর ও সহিজ উদ্দিনের ছেলে মো. রিপন। ডিবি ওসি মো. মোজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীরা দীর্ঘদিন থেকে রাজশাহী এলাকা থেকে ফেন্সিডিল নিয়ে এসে সিরাজগঞ্জে সরবরাহ করছে বলে তাদের কাছে সংবাদ ছিলো। যার কারনে গতকাল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।