এস কে. কামরুল হাসান(সাতক্ষীরা প্রতিনিধি):
কুলিয়ার ভন্ড কবিরাজ আনার এর খুটির জোর কোথায় ? কুলিয়ার নুনি খোলার ছকিমউদ্দীন ঢালীর পুত্র আনারুল ইসলাম (আনার), আধুনিক সমাজকে কুসংস্কার
এর দিকে ঠেলে দিচ্ছে।অভিযোগের ভিত্তিতে সরে জমিনে দেখা গেল,দেবহাটা থানার কুলিয়া ইউনিয়নের নুনিখোলায় রাস্তার পাশে বাড়ী এই ভন্ড কবিরাজ আনারের।
সকাল থেকে সন্ধা পর্যন্ত মহিলাদের নিয়ে যত চিকিৎসা।ইfটিজিং এর কাজকে বহুগুনে বাড়িয়ে দিচ্ছে এসব ভন্ড কবিরাজরা।
এই ভন্ড আনার সারা দিন প্রেমের চিকিৎসা করে।একটা মেয়েও একটি ছেলে কিভাবে প্রেমের ফাদে পড়ে সেই চিকিৎসা করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। মহিলাদের পাশে বসিয়ে চিকিৎসা করে এই ভন্ড কবিরাজ।সারাদিন তার চিকিৎসা হল,,কার স্বামী খুজে পাওয়া যাচ্ছে না , কার প্রেমিকা খুজে পাওয়া hv‡”Qbv।রাসুলের আজ্ঞে,আব্দুর কাদের জিলানীর আজ্ঞে , আলী ( রাঃ) এর আজ্ঞে কালির আজ্ঞে ইত্যাদি দিয়ে চিকিৎসা করে।
সারাদিন এই ভন্ড কবিরাজ দিগ অম্বর অবস্হায় মহিলাদের পাশে থেকে চিকিৎসা করান।প্রেম করিয়ে দিয়ে টাকা নেয় ৪২০০ টাকা।স্বামীকে স্ত্রীর বসবর্তী করতে নেয় ৩০০০ টাকা।হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেতে নেয় ৫০০ টাকা।
একজনের স্ত্রীর সাথে আর একজন পর পুরুষের সাথে সম্পর্ক করাতে নেয়২৫০০ টাকা।
ইফটিজিং এর কাজ হিসাবে মহিলাদের বাম হাতের কবজির পাশে,কেটে তাবিজ ঢুকায়।বিনময় নেয় ৫০০ টাকা। মহিলাদের গোপন রোগের চিকিৎসা করার জন্য নেয় ১২০০ টাকা, শুধু এটা নয় মহিলাদের সারা শরীরের চিকিৎসা করে ভন্ড কবিরাজ আনার তার পাশে বসিয়ে।
আরো মজার বিষয় মহিলাদের হাতে হাত রেখে সে চিকিৎসা করে।
অবিবাহিত মেয়ে গেলে সে তার খাস কামরায় নিয়ে চিকিৎসা করে। নাম প্রকাশ না করার শর্তে একজন এলাকাবাসী জানায়,বর্তমান বিজ্ঞানের যুগে সে গ্রামের হত দরিদ্র মানুষদের ধোকা দিয়ে টাকা নিয়ে বর্তমানে দুতলা বাড়ী বানিয়েছে।
এখানে শেষ নয়, ভÛ আনার মানুষদের বুঝায়,এম বি, বি এস ডাক্তারদের চেয়ে তার চিকিৎসা উন্নত মানের।সে প্রেসকি্পশন ছাড়া এবং লাইসেন্স ছাড়া নিজে ওষুধ বানিয়ে রোগীদের কাছে বিক্রি করে।
এই ভন্ড আনার নামে মুসলিম কিন্তু তার ডান হাতের বাহুতে পিতলের পদর উপরে লেখা আছে , এক পাশে ঔঁ এবং অপর পাশে লেখা আছে পি,, এর মানে শুনলে সে বলে আল্লার কুরআনের আয়াত কাছে রাখা হারাম।
সারা দিন আয় করে প্রায় ২০ ০০০ এর D‡×© টাকা। দিন শেষে ভন্ড আনারের গুরু এসে টাকা ভাগাভাগি করে।তবে গুরুর নাম জানা সম্ভব হয় নি।