• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:১৬ অপরাহ্ন

রায়ের কপি পাওয়া নিয়ে বিএনপির বক্তব্য মিথ্যা : আইনমন্ত্রী

আপডেটঃ : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৮

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের কপি পাওয়া নিয়ে বিএনপির নেতাদের বক্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফাইড কপি’পাওয়ার বিষয় নিয়ে বিএনপির দেয়া বক্তব্য কল্পনাপ্রসূত ও মিথ্যা।
বাংলাদেশে নবনিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি মিয়া সিপো রবিবার সচিবালয়ে আইনমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফাইড কপি’পাওয়ার বিষয়ে তারা যে বক্তব্য দিচ্ছে তা তাদের কল্পনা প্রসুত এবং মিথ্যা। তাদের বিষয়টা দেখতে হবে, আমরা আইনের কোন ব্যত্যয় ঘটাচ্ছি কিনা।’
খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের ‘সার্টিফাইড কপি’নিয়ে সরকার ‘ছলচাতুরি’করছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের এমন বক্তব্যের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘উনি অনেক কিছু অভিযোগ করতে পারেন। উনি তো আইনই মানেন না। উনাদের অভিযোগে কিছু আসে যায় না।’
আনিসুল হক বলেন, আদালত কখন রায়ের কপি দেবেন কি দেবেন না, সেটি আদালত বলতে পারবে। রায়ের কপি প্রস্তুত হলে নিশ্চয়ই দেবেন। না দেয়ার তো কোনো কারণ নেই, কারণ আদালত রায়টা দিয়েছেন। তবে আমি দূর থেকে আইনজীবী হিসেবে এটুকু বুঝি ৬৩২ পাতা তৈরি করতে একটু সময় লাগে।  বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ