• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:১৯ পূর্বাহ্ন

যৌন কর্মী ভাড়া করার কথা স্বীকার করেছেন সাবেক হাইতি পরিচালক : অক্সফাম

আপডেটঃ : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৮

অক্সফামের সাবেক কান্ট্রি ডিরেক্টর দাতা প্রতিষ্ঠানের দেয়া তার বাসভবনে যৌন কর্মীদের ভাড়া করে আনার কথা স্বীকার করেছেন। অক্সফামে যৌন কেলেংকারির বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত চলাকালে তিনি এ কথা স্বীকার করেন। ব্রিটিশ সংস্থাটির সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা বলা হয়। খবর এএফপি’র।
রোল্যান্ড বন হোওয়্যারমিরেন হাইতিতে এ সংস্থার আঞ্চলিক পরিচালক ছিলেন। যৌন কেলেংকারির কারণে অক্সফামের যে তিন স্টাফ পদত্যাগ করেছেন তিনি তার একজন। ২০১০ সালে হাইতিতে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানার পর দেশটির জনগণকে সহযোগিতা করতে তারা সেখানে যান।
এদিকে ৬৮ বছর বয়সী বেলজিয়ামের এ নাগরিক হাইতিতে পতিতালয়ে যাওয়ার কথা অস্বীকার করে অক্সফামকে বলেছেন, তিনি তার বাসভবনে প্রায় তিনবার কারো কারো সাথে অন্তরঙ্গ সময় কাটালেও এজন্যে কোন অর্থ দিতে হয়নি।
তার বরাত দিয়ে অক্সফামের প্রতিবেদনে বলা হয়, সাক্ষাতকার দেয়ার সময় এ পরিচালক তার ওজিবি (অক্সফাম গ্রেট ব্রিটেন) বাসভবনে পতিতাদের ব্যবহারের কথা স্বীকার করেছেন। বাসস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ