আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেত্রী যদি আদালতের রায়ে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারায়, সেক্ষেত্রে সরকারের কিছু করার নেই। প্রধানমন্ত্রীর বক্তব্যে বিএনপির অপরাধী চরিত্র উন্মোচন হওয়ার তাদের গাত্রদাহ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শনে এসে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলী পয়েন্টে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দণ্ডিত পলাতক আসামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে বিএনপি ক্ষমতায় গেলে দেশ আবারো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে এবং দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নেবে।
এ সময় সিরাজদিখান উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন আহম্মেদসহ দলীয় নেতা-কর্মী এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।