স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে বিশ্বের কাছে বাংলাদেশ এখন রোল মডেল।
রবিবার জেলার বাউফল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নাই। একজন সৎ ও দেশপ্রেমিক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবেশিদের বিপদের মুহূর্তে পাশে দাঁড়িয়ে যে মানবতা দেখিয়েছেন, সেজন্য বিশ্ববাসী তাকে মানবতার মা আখ্যা দিয়েছে।
জেলা পুলিশ সুপার মাইনুল হাসানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে চিফ হুইপ আসম ফিরোজ এমপি, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন, বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা প্রশাসক ড. মাসুমুর রহমান, পৌর মেয়র জিয়াউল হক জুয়েল ও উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।