• সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

রংপুরে শিলাবৃষ্টিতে তামাক ও আম মুকুলে ব্যাপক ক্ষতি

আপডেটঃ : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮

রংপুর অফিস॥
রংপুরের গঙ্গাচড়ায় শিলা বৃষ্টি আর বাতাসে চাষাবাদকৃত তামাক ও আম মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অঞ্চলের কৃষকদের চাষাবাদকৃত অন্যান্য ফসলের ন্যায় তামাক একটি লাভজনক ফসল। যদিও তামাক চাষে সরকার নিরুৎসাহী করছে। তারপরও এর দাম ভাল হওয়ায় কৃষক বিভিন্ন জাতের তামাক চাষাবাদ করে লাভবান হয়। তামাক শিলা বৃষ্টিতে ক্ষতি হওয়ায় কৃষকরা লোকসানের আশংকায় দুশ্চিনতায় পড়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাথরের আঘাতে তামাকের পাতা একাধিক ছিদ্র হয়ে ভেঙে পড়েছে। বড়বিলের কৃষক আমির আলী ১ একর, মেকছার আলী ১ একর, আব্দুস সালাম দেড় একর, আব্দুর রশিদ ২ একর, ফারুক ৫০ শতকের চাষাবাদকৃত তামাক শিলা বৃষ্টিতে ক্ষতি হয়েছে।
এদিকে এবারে এ উপজেলায় আম গাছে প্রচুর মুকুল বের হয়েছে। আমগাছ যেন হলদে রূপ ধারণ করেছে। সে হলদে রূপ কিছুটা মলিন হয়ে গেছে শিলা বৃষ্টিতে। তবে আর শিলাবৃষ্টি না হলে আম মুকুল যে পরিমান আছে তাতেই আমের ভাল ফসল হওয়ার আশা করলেও তামাকের ক্ষতিতে হতাশ কৃষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ