লক্ষ্মীপুর প্রতিনিধি॥
লক্ষ্মীপুর ১, রামগঞ্জ আসনের এমপি ও বাংলাদেশ তরীকত ফেডারেশনের মহাসচিব লায়ন এমএ আউয়াল বলেন, সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন। গতকাল রবিবার বিকেলে উপজেলার নাগরাজারামপুর এলাকাবাসীর উদ্যেগে নাগরাজারামপুর সঃ প্রাঃ বিদ্যালয় মাঠে আয়োজিত উঠান বৈঠকে তিনি একথা বলেন। এ সময় তিনি আরো বলেন, দেশের সকল সেক্টরে সরকার ব্যাপক উন্নয়ন করেছে। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকলে আগামী দিনে সুখী সমৃদ্ধ উন্নত রাষ্ট্রে পরিনত হবে। বাংলাদেশ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা।
এমএ আউয়াল আরো বলেন, রামগঞ্জে এ আমলে বিদ্যুৎ, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ব্রীজ, কালভার্টসহ বিভিন্ন খাতে এ পর্যন্ত ১ (এক) হাজার কোটি টাকার উন্নয়ন মূলক কাজ সম্পন্ন হয়েছে। রামগঞ্জে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য কাউয়ালীডাঙ্গা নির্মিত হচ্ছে বিদ্যুৎ গ্রিড, উপজেলায় ৪টি বিদ্যুতের সাবস্টেশন রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমএ আউয়াল বলেন, নৌকা যার আমরা তার।
এর পূর্বে এমপি রামগঞ্জ মডেল কলেজে এবং উপজেলা সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পৃথক ভাবে মত বিনিময় করেন।
উপজেলা যুব তরিকত ফেডারেশনের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তরিকত ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য লায়ন এমএ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়াউল কলেজের অধ্যক্ষ তাজুল ইসলাম, এমপি’র একান্ত সচিব ও লাখো কন্ঠ পত্রিকার সম্পাদক ফরিদ আহম্মেদ বাঙ্গালী, ইছাপুর আওয়ামীলীগের সভাপতি নুর মোহাম্মদ খাঁন, ভোলাকোট ইউপি’র আ’লীগের সাধারণ সম্পাদক বাহার পাঠান, এমপি’র স্থানীয় প্রতিনিধি মিজানুর রহমান শেখ, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএস মিল্টন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোরশেদুল আমীন বাবু, সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি সহেল চৌকিয়া, পৌর সেচ্ছাসেকবলীগের যুগ্ন আহবায়ক শহীদ চৌকিয়া, উপজেলা ছাত্র তরিকত ফেডারেশনের সভাপতি মেহেদী হাসান আকুল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী ছানাউল্যা পাটওয়ারী প্রমুখ।