ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি॥
ভালুকা উপজেলা পরিষদ চত্তরে আয়োজিত ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিন স্মরনে ৫ দিন ব্যাপী অমর একুশে বই মেলা রোববার সন্ধ্যায় শেষ হয়েছে।
সমাপনী দিনে ভাষা সৈনিক মোস্তফা এম এ মতিনের কন্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনির সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান। কবি সাংবাদিক সফিউল্লাহ আনসারীর সঞ্চালনায় এ সময় তিনি স্থানীয় কবি সাহিত্যিকদের লেখা কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন করেন।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর মেয়র মেজবাহ উদ্দীন কাইয়ূম, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজিম উদ্দীন আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল, ভালুকা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ,সাংবাদিক এস এস জাহাঙ্গীর আলম প্রমুখ। অনুষ্ঠান শেষে কবি সাহিত্যিকদের সন্মাননা প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসক ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।