• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন

মধ্য আফ্রিকায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী থেকে সেনা প্রত্যাহার করছে গ্যাবন

আপডেটঃ : শনিবার, ১০ মার্চ, ২০১৮

মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে মোতায়েন করা জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে গ্যাবন। সেখানে এ বাহিনী মিনুস্কা (এমআইএনইউএসসিএ) হিসেবে পরিচিত। খবর এএফপি’র।
শুক্রবার প্রকাশিত বৈঠকের এক প্রতিবেদনে বলা হয়, মিনুস্কা মিশনে থাকা গ্যাবনের সেনা প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আবেদনের প্রেক্ষিতে দেশটির মন্ত্রীপরিষদ বৃহস্পতিবার এ বৈঠক করে। বৈঠকে সেখানকার শান্তি ও স্থিতিশীলতার অগ্রগতি বিষয়ে আলোচনা করা হয়। মিনুস্কা মিশনে জাতিসংঘের যে সাড়ে ১২ হাজার সেনা মোতায়েন রয়েছে তাদের মধ্যে গ্যাবনের রয়েছে ৪৪৪ জন সেনা। আর এটি জাতিসংঘের বৃহত্তম শান্তিরক্ষী মিশনের অন্যতম।
প্রধানত মুসলিম সেলেকা বিদ্রোহী জোটের দীর্ঘদিনের নেতা ফ্রাঙ্কো বোজিজিকে ২০১৩ সালে ক্ষমতাচ্যুত করার পর মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়ে। তারপর থেকেই মধ্য আফ্রিকা দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংগ্রাম চলছে। উল্লেখ্য, ২০১৪ সালে মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন মিনুস্কা কাজ শুরু করে। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ