• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

দু’দলকে আর ক্ষমতায় দেখতে চায় না জনগণ: জি এম কাদের

আপডেটঃ : শনিবার, ১০ মার্চ, ২০১৮

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, নাসিরনগরের উপ-নিবার্চনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদের প্রতীক লাঙ্গলের পক্ষে ভোটের জোয়ার সৃষ্টি হয়েছে। তাই ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করে বিজয় ছিনিয়ে আনতে হবে। দেশের মানুষ দু’দলকে আর ক্ষমতায় দেখতে চায় না। তাই শান্তিতে থাকতে হলে অবশ্যই জাতীয় পার্টির বিকল্প নেই।
নাসিরনগরে এরশাদের উন্নয়নের কথা বিবেচনা করে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদেকে বিজয় করা আহ্বান জানান তিনি।
ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনে উপ-নির্বাচনে উপলক্ষে জাপার উদ্যোগে আজ শনিবার (১০ মার্চ) দুপুরে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাপার মনোনীত প্রার্থী রেজোওয়ান আহমেদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
স্থানীয় জাপার নেতা হাজ্বী ওবায়েদুল হক রেনুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন  কেন্দ্রীয় উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, শাহ জামান রানা, রেজাউল হক ভুইয়াসহ জেলা ও উপজেলা দলীয় নেতারা।
উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে এ আসনের এমপি পদ শূন্য হয়। আগামী ১৩ মার্চ এ আসনের উপ-নিবার্চন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ