• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর আকস্মিক কাবুল সফর

আপডেটঃ : মঙ্গলবার, ১৩ মার্চ, ২০১৮

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস মঙ্গলবার আকস্মিক এক সফরে কাবুলে এসেছেন। কাবুল পৌঁছানোর পর তিনি আফগান সরকারের সঙ্গে তালেবানের কতিপয় নেতার আলোচনা শুরু হতে যাচ্ছে এমন ঘোষণা দেন। খবর এএফপি’র।
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবানের সঙ্গে শান্তি আলোচনা শুরুর একটি পরিকল্পনা প্রকাশ করার কয়েক সপ্তাহ পর সংঘাতপূর্ণ এ নগরীতে পৌঁছানোর পর ম্যাটিস এমন কথা বললেন। ম্যাটিস জানান, কতিপয় জঙ্গি নেতা শান্তি আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। বিমানে ম্যাটিস সাংবাদিকদের বলেন, ‘তালেবান জঙ্গি সংগঠনের পুরো অংশ আলোচনায় বসতে রাজি না হলেও এটি সুস্পষ্ট যে, সংগঠনটির কতিপয় নেতা আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী।’
ঘানির শান্তি পরিকল্পনায় অবশেষে রাজনৈতিক দল হিসেবে তালেবানকে স্বীকৃতি দেয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে এ জঙ্গি গ্রুপ জানিয়েছে, তারা কেবলমাত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত, কাবুল সরকারের সঙ্গে নয়। ম্যাটিস বলেন, এখন আমরা আফগানিস্তানকে এগিয়ে নিতে চাই। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ