শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের ভাই এনামুল হাসানকে ৮ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুর ২টার দিকে সিলেটের মহানগর হাকিম তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত বৃহস্পতিবার হামলাকারী ফয়জুরের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া গত বরিবার ফয়জুরের বাবা আতিকুর রহমান ও মামা ফজলুর রহমানকে পাঁচদিন এবং মা মিনারা বেগমকে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে জাফর ইকবালে উপর হামলা চালায় ফয়জুর। ওই দিন রাতেই ফয়জুরকে প্রধান আসামি করে জালালাবাদ থানায় মামলা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। পরে তা দ্রুত বিচার আইনে মামলা নেয়া হয়।