বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ১৬ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে মোরেলগঞ্জ উপজেলার জোকা গ্রামের বাড়ি থেকে শহীদুল শেখ (৩৫) নামে ওই যুবককে জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শহীদুল শেখের বিরুদ্ধে একটি মামলা করেছেন।শহীদুল শেখ জোকা গ্রামের সেকেন্দার শেখের ছেলে। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম এইপ্রতিনিধি কে জানান, গোপণ সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাতে মোরেলগঞ্জ উপজেলার জোকা গ্রামের শহীদুল শেখের বাড়ি আমরা অভিযানে যাই। সেখানে তার বাড়িতে তল্লাসি চালিয়ে ঘর থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।শহীদুল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে বলে মাস তিনেক আগে তিনি মাদক কেনাবেচার ব্যবসা শুরু করেন। চার পাঁচ দিন আগে শহীদুল চট্টগ্রাম থেকে ২০ কেজি গাঁজা নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে আসেন। গত তিনদিনে সে চার কেজি গাঁজা স্থানীয় মাদকসেবিদের কাছে বিক্রি করে দিয়েছেন বলে দাবি করেন ওই পুলিশ কর্মকর্তা। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।