• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন

৪শ’ কেজি উদ্ধার বাগেরহাটে ১০টাকার চাল কালো বাজারে

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

বাগেরহাট
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধন কর্মসূচীর ১০টাকা কেজি দরের ৪শ’ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ২টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ উপজেলার খাউলিয়া ইউনিয়নের ধানসাগর গ্রামের বাশার মুন্সির বাড়ি থেকে ৮বস্তা চাল উদ্ধার করে। যার প্রতি বস্তায় রয়েছে প্রায় ৫০কেজি করে চাল রয়েছে। খাউলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ওই ওয়ার্ডের ডিলার হিসেবে কাজ করছেন। তিনি নিজেই বুধবার রাতে পল্লীমঙ্গল বাজার এলাকায় থাকা গুদাম থেকেই ওই চাল গোপনে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।এ সম্পর্কে বাসার মুন্সি বলেন, বুধবার রাত ১০টার দিকে ডিলার রহিমের নিকট থেকে প্রতি ৫০ কেজির বস্তা ১৮শ’ টাকা (প্রতি কেজি ৩৬ টাকা) দরে কিনে নিজের গাড়িতে করে বাড়ি নিয়ে যান। ডিলার রহিম নিজেই চাল গাড়িতে তুলে দেন। পরে পুলিশ তার বাড়িতে হানা দিয়ে চাল নিয়ে যায়। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ১০টাকা কেজি দরের চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৮বস্তা চাল উদ্ধার করেছে। এ বিষয়ে সাধারণ ডায়েরী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা খাদ্য কর্মকর্তাকে জানানো হয়েছে। ডিলার আব্দুর রহিম এ বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে বলেন, আমার গুদাম থেকে কোন চাল অবৈধভাবে কারো কাছে বিক্রয় করা হয়নি। এ সম্পর্কে জেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম শহিদুল হক বলেন, বিষয়টি আমি নিজেই সরেজমিনে গিয়ে খতিয়ে দেখবো। ডিলার দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ