• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন

জোড়া খুনের বিচারের দাবিতে রংপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

রংপুর প্রতিনিধি॥
২০১৬ সনের ১৪ মার্চ নোয়াখালীর সোনাইমুড়িতে হেযবুত তওহীদের দুই সদস্যকে নৃশংসভাবে হত্যা, বাড়িঘর লুটপাট ও ধ্বংসযজ্ঞের সাথে জড়িতদের বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় রংপুর রিপোর্টার্স ক্লাবে এ সংবাদ সম্মেলনে  মূল বক্তব্য পাঠ করেন হেযবুত তওহীদ রংপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুল কুদ্দুস শামীম। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের  উত্তর দেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি বলেন, সোনাইমুড়িতে স্থানীয় দাঙ্গা সৃষ্টিকারী আলেমরা নিকটবর্তী এলাকার বিভিন্ন মাদ্রাসা থেকে তাদের ছাত্রদেরকে নিয়ে হেযবুত তওহীদের মাননীয় এমামের বাড়িতে আক্রমণ করে।
তিনি বক্তব্য আরও বলেন, তারপর তাদের বুকের উপর চেপে বসে কয়েকজন তাদের হাতপায়ের রগ কেটে দিল, গরু জবাই করা লম্বা ছুরি দিয়ে জবাই করে ফেলল, তাদের চোখ উপড়ে নিল। এক পর্যায়ে পেট্রল ঢেলে তাদের শরীরে আগুন জ্বালিয়ে দিল। যখন পুলিশ আমাদের আহত অবরুদ্ধ মরণাপন্ন সদস্যদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তাদেরকে গাড়ি থেকে নামিয়ে হত্যা করার জন্য গভীর রাত পর্যন্ত পুলিশ ও বিডিআর বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসীরা হামলা চালায়।
এ ঘটনার প্রেক্ষিতে আমাদের দায়েরকৃত মামলার অধিকাংশ আসামিকে এ পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। এবং যারা ঘটনার পূর্বে নাম ঠিকানাবিহীন উস্কানিমূলক হ্যান্ডবিল বিতরণ করেছিল সেই নেপথ্য নায়কদেরকে  দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি উক্ত ঘটনায় ভস্মীভূত ঘরসমূহ পুনঃনির্মাণ ও ক্ষতিগ্রস্ত হেযবুত তওহীদ সদস্যদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করারও দাবি জানান এবং এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. আব্দুল হালিম আনছারী, সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহম্মেদ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শ্রী বাবলু নাগ,জেটিভি নিউজের রংপুর ব্যুরো প্রধান আমিরুল ইসলামসহ রংপুরের কর্মরত অন্যান্য সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ