• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে ও  পালিত হয়েছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। ভোক্তার অধিকার সংরক্ষণ বিষয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে সচেতন করে তোলার অংশ হিসেবে ১৫ মার্চ কে বিশ্ব ভোক্তা অধিকার দিবস হিসেবে জাতি পালন করে আসছে।”ডিজিটাল বাজার ব্যবস্থায় অধিকতর স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিতকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৮ পালিত হয়েছে । দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হতে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ এরশাদ হোসেন খান এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এনডিসি নয়ন কুমার রাজবংশীয় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক  মোঃ এরশাদ হোসেন খান। বিশ্ব ভোক্তা অধিকার দিবসের ভোক্তার অধিকার সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা মুলক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন চাঁপাইনবাবগঞ্জ ভোক্তা অধিকারে সহকারী পরিচালক মোঃ জোহুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণের সহকারী উপরিচালক মোঃ মুনজুরুল হুদা।এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ শরিফুল ইসলাম মোল্লা,ওষধ তত্ত্বাবধায়ক,ওষধ প্রশাসন, চাঁপাইনবাবগঞ্জ,জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ কোবাদ আলী,চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম,চাঁপাইনবাবগঞ্জ কনজুমার এসোসিয়েশনের সভাপতিত্ব মোঃ আব্দুল হান্নান,জেলা বাজার অনুসন্ধানকারী মোঃ নরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ