• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

মসজিদে মাইক ব্যবহার নিষিদ্ধ করলো রুয়ান্ডা

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮

মারাত্মক শব্দ দূষণ ঘটায়, এমন কারণ দেখিয়ে রাজধানী কিগালির সকল মসজিদে মাইক ব্যবহার নিষিদ্ধ করেছে পূর্ব-মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডা। দেশটির সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিদিন পাঁচ বার প্রার্থনার সময় ওইসব মসজিদগুলো থেকে উচ্চমাত্রার শব্দ ছড়ায়, যার কারণে নেয়ারুগেঙ্গে জেলায় অবস্থিত দেশটির সবচেয়ে বৃহৎ মসজিদের আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন।
তবে রুয়ান্ডা প্রশাসনের এমন সিদ্ধান্তের সমালোচনা করে দেশটির মুসলিম সংগঠনের এক কর্তা বলেছেন, ‘মসজিদগুলো থেকে মাইক অপসারণের পরিবর্তে তারা বলতে পারতো যে, মাইকগুলোর আওয়াজ যেন কমিয়ে দেয়া হয়।’ এর আগে, গত মাসে বিল্ডিং কোড না মেনে নির্মিত ও শব্দ দূষণ ঘটানোর জন্য দায়ী করে দেশটির প্রায় ৭শ’ চার্চকে বন্ধ করে দেয় রুয়ান্ডা সরকার।
জানা গেছে, দেশটির জনসংখ্যার বেশিরভাগই খ্রিস্টান ধর্মের অনুসারী, যেখানে মাত্র ৫ শতাংশ মানুষ মুসলিম। তবে রুয়ান্ডা প্রশাসন আশা করছে যে, নতুন এ নিয়মের সঙ্গে মুসলমানরা দ্রুত খাপ খাইয়ে নেবে। বিবিসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ