অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির আমন্ত্রণে ভারতে যাচ্ছেন আওয়ামী লীগের তিন সদস্যদের একটি প্রতিনিধি দল। আগামী ১৭ ও ১৮ মার্চ অনুষ্ঠেয় ৮৪তম ন্যাশনাল কংগ্রেসের প্ল্যানারি সেশনে তারা যোগ দেবেন।
প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। প্রতিনিধি দলের অন্য দুই সদস্য হলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া। পরে প্রতিনিধি দলটি কংগ্রেসের নতুন সভাপতি রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করবে। রাহুল গান্ধীর সঙ্গে আওয়ামী লীগের প্রতিনিধি দলের এটি হবে প্রথম সাক্ষাৎ। এতে রাজনৈতিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বলে জানা গেছে।
অপরদিকে ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপির আমন্ত্রণে এপ্রিলের ২১-২৭ তারিখে আওয়ামী লীগের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের ভারতে যাওয়ার কথা রয়েছে। এতে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সফরে বিজেপির উচ্চপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলের সঙ্গে সাক্ষাৎ করবে এই প্রতিনিধি দল। এই সফরটি মার্চের ১১ তারিখে হওয়ার কথা ছিল। কিন্তু নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের তারিখ ঠিক করতে না পারায় পিছিয়ে ২১-২৭ এপ্রিলে নেয়া হয়েছে।