রংপুর প্রতিনিধি॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্মদিন উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে নানান আয়োজনে দিনটি উদযাপিত হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় নগরীর ডিসির মোড় এলাকায় অবস্থিত বঙ্গবন্ধুর মুরালে পু¯পমাল্য অর্পনের মাধ্যমে দিনটি সুচনা করা হয়।
রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা , রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদের নেতৃত্বে বিভাগীয় ও জেলা প্রশাসন রংপুর রেজ্ঞের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের নেতৃত্বে পুলিশ প্রশাসন পু¯পমাল্য অর্পন করে।
এ ছাড়াও জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পু¯পামাল্য অর্পন করে। এর পরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। নগরির শতাধিক শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। নগরির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন ।
এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদের বিশেষ অতিথি ছিলেন রংপুর রেজ্ঞের ডিআইজি খন্দকার গোলাম ফারুক , পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা প্রশাসক এনামূল হবিবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. সাফিয়া খানম,রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্দে, সাধারণ স¤পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ স¤পাদক তুষার কান্তি মন্ডল প্রমূখ ।