ভোলা প্রতিনিধি॥
ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। শিক্ষা ছাড়া কোনো জাতিই উন্নতীর শিখরে পৌছতে পারে না। যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। আমি লালমোহন-তজুমদ্দিনে এমপি হওয়ার পর শিক্ষা ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন করেছি। লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের বিচ্ছিন্ন চর-কচুয়াখালীর চরে প্রাথমিক বিদ্যালয় ছিলনা। আওয়ামীলীগ সরকারের আমলে পিছিয়ে থাকা বিচ্ছিন্ন চরাঞ্চলেও শিক্ষার্থীদের জন্য নতুন নতুন ভবন নির্মাণ করে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হয়। এ সময় বলেন, শাওন নগর বাজারে উঠার জন্য ৪টি সিড়ি নির্মান ও প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকটের সমাধান, বিদ্যালয়ের মাঠ ভরাটের ব্যবস্থা করব। নতুন ৩টি আবাসন প্রকল্পে উপকারভোগীদের সঠিক তালিকা করে তাদেরকে আবাসন প্রকল্পে বসবাস করার ব্যবস্থা করব। লালমোহন উপজেলায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সহযোগীতায় ৮৫% বিদ্যুৎ প্রতিটি ইউনিয়নে পৌছিয়ে দিতে সক্ষম হয়েছি। আজকের শিশুরা লালমোহন-তজুমদ্দিনের বিদ্যুতের আলোতে সঠিক ভাবে পড়া-লেখার সুযোগ পেয়েছে। চরাঞ্চলে বিদ্যুতের ব্যবস্থা না থাকায় চর কচুয়ার প্রতিটি আবাসন প্রকল্পে সৌর বিদ্যুতের ব্যবস্থা করা হবে। সৌর বিদ্যুতের আলোতে এখানের ছেলে মেয়েরা পড়া-লেখা করতে পারে। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন উপজেলার বিচ্ছিন্ন চর-কচুয়াখালীতে শহীদ আওলাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনকালে এমপি শাওন এসব কথা বলেন।তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে গরিব-দূঃখী অসহায় মানুষের ভাগ্য পরিবর্তন হচ্ছে। আমি প্রতিটি চরাঞ্চলে গিয়ে সেখানকার ভাগ্য বঞ্চিত মানুষের খোঁজ খবর নেই। তাদের সূখে দূঃখে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করি। চরাঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাট সকল ক্ষেত্রেই বর্তমান সরকার অবদান রাখছে।এরপর বিকালে তিনি উপজেলার বদরপুরের ইসলামপুর বাজারে ও চরভূতা ইউনিয়নের হাজীগঞ্জ এলাকায় বিদ্যুতের নতুন সংযোগ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, লালমোহন উপজেলা এলজিডি প্রকৌশলী ফোরকান সিকদার, প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, ভোলা জেলা পল্লী বিদ্যুতের সভাপতি কামাল ফরাজী, লালমোহন পল্লী বিদ্যুতের ডিজিএম গোবিন্দ চন্দ্র সাহা, লালমোহন পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, লালমোহন উপজেলা যুবলীগের সদস্য বজলুর রহমান প্রমূখ।
ছবির ক্যাপশনঃ লালমোহন উপজেলার বিচ্ছিন্ন চর-কচুয়াখালীতে শহীদ আওলাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করছেন এমপি শাওন।