• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:০৫ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর জন্মদিনে শ্রদ্ধা জানাল চলচ্চিত্র শিল্পীরা

আপডেটঃ : শনিবার, ১৭ মার্চ, ২০১৮

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের নেতৃত্বে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানানো হয়।
এর আগে শিল্পীরা একটি র‌্যালী নিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে পৌঁছান। এ সময় আরও উপস্থিত ছিলেন অঞ্জনা, আলীরাজ, রিয়াজ, পপি, জ্যাকী আলমগীর ও নিপুনসহ আরো অনেকে।
আজ ১৭ই মার্চ, স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী। বাঙালি জাতির জীবনের এক আনন্দের দিন। জাতীয় শিশু দিবসও আজ। বঙ্গবন্ধু ১৯২০ সালের এই দিনে বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভ্রান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন।
রাষ্ট্রীয় মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন। সরকারি-বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি পালিত হচ্ছে। তারই অংশ হিসেবে মহান এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে শিল্পী সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ