• সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৭ অপরাহ্ন

শরণখোলায় বঙ্গবন্ধু যুব সেন্টারের জাতির জনকের জন্মদিন পালন

আপডেটঃ : রবিবার, ১৮ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বঙ্গবন্ধু যুব সেন্টার শিশুদের নিয়ে আলোচনা সভা ও কেক কেটে দিবসটি পালন করেছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার রাজৈর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বঙ্গবন্ধু যুব সেন্টারের প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক মো. জামিল হোসাইন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন।
যুব সেন্টার শরণখোলা উপজেলা শাখার সভাপতি মো. ছগির পহলানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ  সাইফুল ইসলাম খোকন, যুবলীগের আহবায়ক ও রায়েন্দা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, শ্রমিক লীগ সভাপতি মেজবাহ উদ্দিন খোকন, যুব সেন্টার মোরেলগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. সোহেল বকশ, সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. টিপু, শরণখোলা যুবলীগ নেতা মো. মহিউদ্দিন মধু, তাঁতীলীগের সভাপতি জিয়াউল তালুকদার প্রমূখ। আলোচনা শেষে কেক কেটে শিশু ও উপস্থিত সকলের মাঝে বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ