চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি॥
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বিকেএসপি’র উদ্দ্যোগে চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে খেলোয়াড় বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা ষ্টেডিয়াম মাঠে বিকেএসপি’র তত্ত্বাবধানে ১৭ টি ইভেন্টে খেলোয়াড় বাছাই শুরু হয়। ইভেন্টগুলো হলো, ফুটবল, ক্রিকেট, ভলিবল, সাঁতার, জুডো, কারাতে, শুটিং, টেবিল টেনিস, হকি, আর্চারী, অ্যাথিলেটিকস, শুটিং, তায়কোয়ানডো, জিমন্যাষ্টিক্স, বাস্কেটবল। বিকেএসপি’র ক্রিকেট কোর্সের শিক্ষক মোঃ হাসান মাহমুদ জানান, বিভিন্ন ইভেন্টে জেলার খেলোয়াড়রা অনলাইনে রেজিষ্ট্রেশন শেষে ফরম নিয়ে বাছাই পর্বে অংশ নেয় প্রায় ৭’শ খেলোয়াড়। বাছাইকৃতদের তালিকা করে তাদের পরবর্তীতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে।