চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
বরিশালে ডিবিসি টেলিভিশনের চিত্র সাংবাদিক সুমন হাসানের ওপরপুলিশি নির্যাতনের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা।রোববার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপীএই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এতে একাত্মতা জানিয়ে অংশনেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এ সময় বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, সময় টিভি অনলাইন এডিটর আনোয়ার হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ আরো অনেকেই ।