টাঙ্গাইল প্রতিনিধি॥
টাঙ্গাইলে পুলিশী বাধা উপেক্ষা করে রোববার(১৮ মার্চ) বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা মহানগর উওর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ ছাত্রদল নেতা জাকির হোসেন মিলন হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রোববার সকালে কালো ব্যাজ ধারন করে ভিক্টোরিয়া রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চাইলে পুলিশ মিছিলে বাধাঁ দেয়। পরে পুলিশি বাধাঁ উপেক্ষা করে সেখানেই বিক্ষোভ সমাবেশ করে বিএনপি নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কৃষিবিদ সামছুল আলম তোফা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম-সম্পাদক আবুল কাসেম, আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক একেএম মনিরুল হক মুনীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।