ভোলা প্রতিনিধি॥
বাংলাদেশের একটি বৃহত্তম দ্বীপজেলা ভোলা। ৩০ লাক্ষ মানুষের আবাসস্থল এই ভোলা। রোগীর চিকিৎসা সেবায় সরকারী হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও রোগীর তুলনায় খুবই অ-প্রতুল। ভোলায় ২৪ ঘন্টা রোগীর চিকিৎসা সেবা দেয়ার মত হাসপাতাল করা খুবই দুঃস্বাধ্য বিষয়। সেই অসাধ্যকে সাধন করতে শাহবাজপুর জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করা হয়। তবে চিকিৎসা সেবা, আধুনিক যন্ত্রপাতি, সঠিক পরীক্ষা-নিরিক্ষা দিতে পারলে জনগনের দোর গোড়ায় সেবা পৌছবে বলে আমরা মনে করি। গত শুক্রবার সকাল সাড়ে ১১ টায় ভোলার শাহবাজপুর জেনারেল হাসপাতালের শুভ উদ্বোধন কালে ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান আব্দুল মমিন টুলু এসব কথা বলেন। তিনি আরো বলেন, ২৪ ঘন্টা চিকিৎসা সেবা দেওয়া হলে ভোলার মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। যদি সঠিক চিকিৎসা সেবা দিতে পারে তাহলে জনগণের আস্থা অর্জন করা সম্ভব হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর, ডাঃ নাসরিন জাহান খান, ডাঃ মোঃ শাহ আলম, দৈনিক বাংলারকন্ঠ’র সম্পাদক এম.হবিবুর রহমান, ভোলা প্রেসক্লাবের আহ্বায়াক এম এ তাহের , দৈনিক দক্ষিণ প্রান্ত সম্পাদক এডভোকেট নজরুল হক অনু, ভোলা ডায়াগনষ্টিক সেন্টারের এমডি মোঃ হাফিজুর রহমান, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাসান সর্দার জুয়েল।
শাহবাজপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আব্দুস সহিদ তালুকদার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হাসপাতালের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন দুলাল, এমডি এরশাদুল ইসলাম আজাদ প্রমূখ। অনুষ্ঠানে শাহবাজপুর জেনারেল হাসপাতালের চিকিৎসা সম্পর্কে বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরে বক্তারা বলেন, এখানে আধুনিক সকল ধরনের চিকিৎসা সেবা দেওয়া হবে। যে সব সুবিধাগুলো পাচ্ছেন সেগুলো হচ্ছে, হরমোন পরীক্ষা, ৫০০ এম এ ডিজিটাল এক্স-রে, (ডিআর-এফডি), এন্ডোসকপি, ১২ চ্যানেল ইসিজি, ফোরডি আল্ট্রাসনোগ্রাম, ইকো কালার ডপলার, ২৪ ঘন্টা জরুরী বিভাগ, ২৪ ঘন্টা ফার্মেসী. অত্যাধুনীক প্যাথলজি, আধুনিক অপারেশন থিয়েটার, সু-সজ্জিত পুরুষ/মহিলাদের জেনারেল ওয়ার্ড, ডিজিটাল পোষ্ট অপারেটিভ রুম, ফটো থেরাপি, আধুনিক নরমাল ডেলিভারী রুম, ব্রেষ্ট ফিডিং রুম, সু-সজ্জিত কনসালটেন্ট চেম্বার , সিসি ক্যামেরা দ্বারা পুরো হাসপাতাল নিয়ন্ত্রিত, ওয়াইফাই সুবিধা, ইন্টার কম সুবিধা, এসি-ননএসি কেবিন, নিজস্ব এম্বুলেন্স, স্পীড বোট, সার্বক্ষনিক জেনারেটরের ব্যাবস্থাসহ নানা সুবিধা।
অনুষ্ঠানে দৈনিক ভোলার বাণী সম্পাদক মুহাঃ মাকসুদুর রহমান, দৈনিক ভোলা দর্পন সম্পাদক মোতাছিম বিল্লাহ, ব্যবস্থাপনা সম্পাদক আমিনুল ইসলাম মঞ্জু খান, কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আমির হোসেন, প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাই সবুজ, কাচিয়া ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুঃ রফিকুল ইসলাম, উত্তর পূর্ব শাহমাদার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আনোয়ার হোসেন মজনু, শাহবাজপুর জেনারেল হাসপাতলের পরিচালনা পর্ষদের পরিচালক মোঃ ফিরোজুর রহমান সোহেল, মোঃ মুনছুর আলম, মোঃ ইমরান হোসেন, জে আই সবুজ, মোঃ আব্দুর রহমান এবং হাসপাতালের পরিচালক মোঃ আওলাদ হোসেন, মোঃ কামাল, আঃ আজিজ, মোঃ আলী, অলিউল্লাহ , মোঃ আলাউদ্দিন শরিফসহ বিভিন্ন এলাকা থেকে আগত স্বাস্থ্য সহকারী, পল্লী চিকিৎসক এবং এনজিও কর্মী , শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবীর লোক উপস্থিত ছিলেন।