চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে আজাইপুর বিল সংস্কারসহ উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আয়োজনে মেয়র মোহাম্মাদ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসেন সহ স্থানীয় এলাকা বাসী উপস্থিত ছিলেন।প্রধান অতিথি বক্তব্যে বলেন এই সরকারের আমলে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তিমোড়ে আজাইপুর বিল পরিস্কার করে শুধু শেষ নয় শিশু পার্ক,বিলের পাশ দিয়ে পাকা রাস্তা এবং চাঁপাইনবাবগঞ্জ শহর কে উন্নয়ন রোল মডেল হিসেবে গড়ে তুলবেন এবং বক্তব্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে শেষ করেন।