• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

৫০ হিজড়াকে বিকল্প কর্মসংস্থানে ফিরিয়ে আনতে উপকরণ বিতরণ

আপডেটঃ : সোমবার, ১৯ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাটে বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। রবিবার বিকালে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রশিক্ষন কর্মসূচির সমাপনি দিনে এ উপকরণ বিতরণ করেন সমাজকল্যান মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি।সমাজ সেবা অধিদপ্তরের অর্থায়নে ও উদয়ন বাংলাদেশের কারিগরি সহযোগিতায় বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য জেলার ৫০ জন হিজড়াকে ৫০ দিনব্যাপি দর্জিবিজ্ঞান প্রশিক্ষন প্রদান করা হয়। প্রশিক্ষনের সমাপনি দিনে প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিনসহ দর্জি কাজের জন্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।বাগেরহাট শহরতলীর দশানী এলাকায় নিরাপদ আবাসন কেন্দ্রে উপকরণ বিতরণ অনুষ্ঠানে সমাজ কল্যান বাগেরহাটের সমাজ সেবা অধিদপ্তর উপ-পরিচালক কানিজ ফাতেমার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাটের সেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক রেজাউল আলম, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ