• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৪ পূর্বাহ্ন

বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যু

আপডেটঃ : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

বাগেরহাট প্রতিনিধি॥
বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক যুবলীগ নেতা খান মুজিবর রহমানের স্ত্রী সেলিনা বেগম (৫১) ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার রাত সাড়ে আটটায় বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার বাড়িতে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্বামী, এক মেয়ে আতœীয় স্বজনসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।খান মুজিবরের স্ত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে এক নজর দেখতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা নাগের বাজারের বাড়িতে ছুটে যান। তার অকাল মৃত্যুতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক সভাপতি খান মুজিবর রহমান এই প্রতিনিধি কে বলেন রোববার আমার স্ত্রী সেলিনা বেগম শহরের নাগেরবাজারের বাড়িতে ডায়েরিয়ায় আক্রান্ত হন। এরপর তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছিল। সোমবার রাত সোয়া আটটার দিকে সেলিনা গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিনাকে মৃত ঘোষণা করেন।পরিবারের সদস্যদের বরাত দিয়ে বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শেখ ইমরান মোহম্মদ বলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমানের স্ত্রী সেলিনা বেগমকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। সোমবার তিনি ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতে বসেই চিকিৎসা নিচ্ছিলেন। সেলিনা বেগম ডায়াবেটিক,উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভূগছিলেন। ডায়েরিয়ায় অতিরিক্ত পানি শূন্যতায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন ওই চিকিৎসক।মঙ্গবার যোহর নামাজ বাদ বাগেরহাট রূপা চৌধুরী পৌর পার্কে নামাজের যানাজা শেষে নাগের বাজারস্থ খান মুজিবর রহমানের পৈত্রিক বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ