• মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

সল্পোন্নত দেশ থেকে উত্তরণে বাংলাদেশের যাত্রা – জেলা তথ্য অফিসার

আপডেটঃ : মঙ্গলবার, ২০ মার্চ, ২০১৮

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সিরাজঘঞ্জ জেঃলা প্রশাসকের কার্যালস্থ শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে জেলাতথ্য অফিসার রেজাউল করিম দিদ্দিকী বলেন, সাম্প্রতিক বাংলাদেশ আর্থসামাজিক উন্নয়ানের বিভিন্ন সূচজকে ব্যাপক অগ্রগতি অর্জন করেছে। এরই সুবাদে বিগত ১২০১৬ই মার্চ ২০১৮ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত সিডিপি এর ত্রিবার্ষিক পর্যালোচনা সভায় বাংলাদেশ প্রথম বারে মত আনুষ্ঠািিনক ভাবে স্বল্পোন্নত দেশ থিকে উত্তরণের সকল মানদন্ড পূরণের স্বীৃকৃতি প্রাপ্ত হয়েছে।

২০১৮ সালের এলডিসি থেকে উত্তরণের জন্য এবার সিডিপি কর্তৃক যে পর্যালোচনা হয়, তাতে একটি দেশের মাথাপিছু আয়ের প্রয়োজন ছিল কমপক্ষে ১,২৩০ মার্কিন ডলার। বিশ্বব্যাংক নির্ধারিত যে আ্যাটলাস পদ্দতিতে এ আয় র্নির্ধারণ করা হয় সেই হিসাবে বাংলাদেশের মাথাপিছু আয় এখন ১,২৭২ মার্কিন ডলার। মানব সম্পদ সূচক যা পুষ্টি,  স্বাস্থ্য, স্কুলে ভর্তি ও শিক্ষার হারের সমন্বয়ে তৈরি হয়- সেখানে একটি দেশের স্কোর থাকা দরকার ছিল ৬৬ বা তার বেশি। এক্ষেত্রে, বাংলাদেশের বর্তমান স্কোর হচ্ছে ৭২.৮। অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক যা প্রাকৃতিক দুর্যোগ, বাণিজ্য ও অর্থনৈতিক আঘাত, জনসংখ্যার পরিমাণ এবং বিশ্ববাজার থেকে একটি দেশের দূরত্বের ওপর ভিত্তি করে তৈরি করা হয় তাতে একটি দেশের স্কোর হওয়া প্রয়োজন ছিল ৩২ বা তার কম। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর এখন ২৫।  তিনি জানান, একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গঠনের প্রত্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমান এর নেতৃত্বে প্রতিষি।ঠত হয় স্বাধীন বাংলাদেশ। সোনার বাংলা গড়ার লক্ষ্যে সরকার প্রেক্ষিত পরিকল্পনা ও রূপকল্প ২০২১ বাস্তবায়নের কাজ শুরু করেছে। ইতোমধ্যে সরাকার সফলভাবে সহস্্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। জাতির জনকের যোগ্য উত্তরসূরি মাননীয় প্রাধানমন্ত্রীর সঠিক ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের সুপারিশ লাভের মধ্য দিয়ে প্রেক্ষিত পরিকল্পনা ও রূপকল্প  ২০২১ এর সফল বাস্তবায়ন করতে যাচ্ছে। উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এখন বাংলাদেশ। এরই ধারবাহিকতায় ২০৩০ সালের মাধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন ও ২০৪১ সালে বাংলাদেশ পৌছে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত দেশের তালিকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ