ধামরাই(ঢাকা) প্রতিনিধি॥
ঢাকার ধামরাইয়ে যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের গণসংবর্ধনা অনুষ্ঠানে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামরাই ২০ আসনে থেকে পুর্নরায় এম পি নির্বাচিত হওয়ার প্রত্যাশী ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সভাপতি এম পি, এম এ মালেক প্রধান আতিথির বক্তব্যে বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্টপেয়েছি। তাই বলি বঙ্গবন্ধুর জন্ম না হলে সোনার বাংলার জন্ম হত না। আজ আমরা যারা রাজনীতি করি তার কোন কিছুই করতে পারতাম না।এমনকি ব্যাবসা-বানিজ্য কোন কিছুই স্বাধীনভাবে করতে পারতাম না। পদে পদে বঞ্চিত-লাঞ্চিত হতে হত সেই পশ্চিম পাকিস্থানীদের নিকট। এছাড়া তিনি আর বলেন,দেশ আজ এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতিত্বে। কারণ বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে দেশ রতœ প্রধান মন্ত্রী শেখ হাসিনার কারণে। তাই আমাদের মনে রাখতে হবে আওয়ামী-লীগ ক্ষমতাই গেলে দেশের উন্নয়ন হয় দেশের মানুষ শান্তিতে বসবাস করে। এই জন্য আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আর শক্তি শালী করবেন।
আজ মঙ্গলবার (২০মার্চ) সকাল ১১ ঘটিকার সময় যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের মাঠ প্রাঙ্গনে এই ছাত্র-ছাত্রীদের গণসংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জনাব দেওয়ান মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও ঢাকা জেলা জাতীয়পাটির সভাপতি ্এবং দাতা যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পরিচালনা পরিষদ খাঁন মোঃ ই¯্ররাফিল খোকন, আর্ন্তজাতিক ব্যাবসায়ী (সি আই পি) বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ আহম্মদ আল-জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা আফিসার মোসাঃ নায়ার সুলতানা, ঢাকা জেলা পরিষদের সদস্য হাজী মাহাতাব আলম, ঢাকা জেলা পরিষদের সদস্য ও ধামরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হাজি আঃ গনি, ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কমান্ড আলহাজ¦ আবু সাইদ মিয়া, যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মিজানুর রহমান (মিজু), ধামরাই সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান (খান হাবিব)সহ সকল নেতাহর্মীরা উপস্থিত ছিল। পরিশেষে উক্ত ছাত্র-গণসংবর্ধনা অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা এক বিশাল সাংস্কৃতিক ও কনসার্টেও আয়োজন করেছে।