• বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:০২ পূর্বাহ্ন

কঙ্গোর নির্বাচনের প্রস্তুতিতে সহায়তা করতে পারে শান্তিরক্ষী বাহিনী

আপডেটঃ : বুধবার, ২১ মার্চ, ২০১৮

গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিতে জাতিসংঘ শান্তিরক্ষী কর্মীরা যাতে সহায়তা করতে পারে সে ব্যাপারে ফ্রান্সের দেয়া খসড়া প্রস্তাবের কথা বিবেচনা করছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। খবর এএফপি’র।
এ খসড়া প্রস্তাবে এমওএনইউএসসিও’র মেয়াদ আরো এক বছর বাড়ানোর কথা বলা হয়েছে এবং কঙ্গোর ঐতিহাসিক নির্বাচন ঘনিয়ে আসায় অগ্রাধিকারের ভিত্তিতে এতে বিভিন্ন দিক নির্দেশনা দেয়া হয়েছে। দেশটিতে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন হওয়ার কথা রয়েছে। ফ্রান্সের দেয়া এ খসড়া প্রস্তাবের এক কপি হাতে পেয়েছে বার্তা সংস্থা- এএফপি।
এ নির্বাচন প্রেসিডেন্ট জোসেফ কাবিলার ক্ষমতা হস্তান্তরের সুযোগ করে দেবে। ২০০১ সালে তার বাবা নিহত হওয়ার পর তিনি কঙ্গোর দায়িত্ব গ্রহণ করেন। কিনশাসা কর্তৃপক্ষ নির্বাচনের তারিখ ঘোষণা করলেও কাবিলা আলাদা কোন পদক্ষেপ নেবেন কিনা সে ব্যাপারে তিনি সুস্পষ্টভাবে কিছু বলেননি। এক্ষেত্রে পাল্টা কোন পদক্ষেপের ঘোষণা দেয়া হলে দেশটি ব্যাপক সহিংসতার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এএফপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ