পেশাজীবীদের সবচেয়ে বৃহত্তর সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দুদিনব্যাপী নির্বাচন আজ বুধবার শুরু হয়েছে। সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এক ঘণ্টার বিরতিসহ ভোট গ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত। সভাপতি ও সম্পাদকসহ সমিতির ১৪টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবারের নির্বাচনে ভোটার রয়েছেন ৬ হাজার ১২৫ জন।
নির্বাচনে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ মো. মোরশেদ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক পদে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মূলত এই দুই প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
এই দুটি প্যানেলের বাইরে গিয়ে সভাপতি পদে শাহ মো. খসরুজ্জামান ও ইউনুস আলী আকন্দ, সম্পাদক পদে মোহাম্মদ আবুল বাসার ও সদস্য পদে তাপস কুমার দাস নির্বাচনে লড়ছেন। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এওয়াই মশিউজ্জামান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ ভোট উৎসব অনুষ্ঠিত হচ্ছে।