চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জে ১শত পিস ইয়াবাসহ মো. কাজল (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার পৌর এলাকার শিবতলা মোড় শাহীন ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজল সদর উপজেলার মসজিদপাড়ার মোঃ মঞ্জুরের ছেলে। সদর পুলিশ ফাাঁড়ির এসআই মাসুদ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলামের নির্দেশনায় ভোরে সঙ্গীয় ফোর্স নিয়ে শিবতলা এলাকায় অভিযান চালিয়ে ১শত পিস ইয়াবাসহ সুকৌশলে কাজলকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।