চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তোরণ উপলক্ষ্যে “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে অদ্য ২১ মার্চ ২০১৮ তারিখ ১০০০ ঘটিকায় শিবগঞ্জ উপজলায় ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ওয়াহেদপুর বিওপির সন্নিকটে বিশরশিয়া পদ্মার চর এলাকায় ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল এস এম আবুল এহসান, পিবিজিএম, পিএসসি এর সভাপতিত্বে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিজিবি ওয়াহেদপুর কোম্পানী কমান্ডার, জহুরটেক বিওপি কমান্ডার এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, ইমাম, শিক্ষক, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ ব্যক্তিবর্গসহ প্রায় ৬০০-৭০০ জন উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় অধিনায়ক দেশে অবৈধ অস্ত্র-গোলাবারুদ, মাদকদ্রব্য, গবাদি পশু চোরাচালান রোধ, মাদকের কুফল, জঙ্গী বিষয়ে প্রচারণা, রাখালদের অবৈধভাবে গবাদিপশু আনায়ন, বিট/খাটালের মাধ্যমে গবাদিপশু করিডোর করার প্রক্রিয়া, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে হত্যাকান্ড/দূর্ঘটনা ও অন্যান্য আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ প্রতিরোধ এবং সীমান্তবর্তী এলাকায় বসবাসরত দরিদ্র/দিন মজুরীদের মাঝে বিনা সুদে ঋন প্রদানসহ নানাবিধ সীমান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। মতবিনিময় সভা শেষে আনুমানিক ১১০০ ঘটিকার সময় ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসারসহ আরও ০৩ জন মেডিক্যাল সহকারীর সমন্বয়ে গঠিত একটি মেডিক্যাল টিম কর্তৃক ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে স্থানীয় হতদরিদ্র, গরীব দুঃখী রোগাক্রান্ত প্রায় ৪০০ জন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। আপনার সদয় অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য করা হলো।