রংপুর প্রতিনিধি॥
রংপুরের গঙ্গাচড়ায় স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের স্তরে উত্তরণের ঐতিহাসিক সাফল্য উপলক্ষে বিশেষ সেবা সপ্তাহ পালন করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী অফিসার সৈয়দ এনামুল করিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গাউসুল আজিম চৌধুরী, পুলিশ পরিদর্শন (তদন্ত) নজরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, গঙ্গাচড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান আল সুমন আব্দুল্লাহ।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিনা বেগম, শিক্ষা অফিসার গোলাম আসাদুজ্জামান, পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঙ্গাচড়া জোনাল অফিসের ডিজিএম নুরুজ্জামান, গঙ্গাচড়া মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা প্রমূখ।