রংপুর প্রতিনিধি॥
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় ৪৪০ জন কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সৈয়দ এনামুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফছিউল আলম, নাজমীন নাহার, কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমূখ। উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০০ জন কৃষকের মাঝে উফশী আউস ও ৪০ জন কৃষকের মাঝে নেরিকা ইউ ১০ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন। প্রতি জন কৃষককে ধানের বীজ ১০ কেজি, ইউরিয়া ২০ কেজি, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজিসহ সেচ বাবদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।