রংপুর প্রতিনিধি॥
স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে রংপুরে আনন্দ শোভা যাত্রা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে বিভাগীয় কমিশনার এর নেতৃত্বে বিভাগীয় প্রশাসন,মেয়র এর নেতৃত্বে রংপুর সিটি কর্পোরেশন,ডিআইজি এর নেতৃত্বে বিভাগীয় পুলিশ, জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসন রংপুর, মুক্তিযোদ্ধা সংসদ,রাজনৈতিক সংগঠন,সকল বিভাগ প্রতিষ্ঠান দপ্তর,সংস্থা নিজ নিজ উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরালে পু®পস্তবক অর্পণ করে। র্যালটিতে সরকারের উন্নয়ন সম্বলিত বিভিন্ন প্লাকার্ড বহন করা হয়। পরে রংপুর জিলা স্কুলের মোড় হতে পায়রা চত্বর হয়ে একটি বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা টাউন হল পাবলিক লাইব্রেরী মাঠে এসে শেষ হয়। স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য কে প্রতিবাদ্য করে রংপুর টাউন হলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার বিভাগ কাজী হাসান আহম্মেদ , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি খন্দকার গোলাম ফারুক।জেলা প্রশাসক এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান, আওয়ামীলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) মমতাজ উদ্দীন আহম্মেদ,সাধারন স¤পাদক এডভোকেট রেজাউল ইসলাম রাজু, মহানগর আওয়ামীলীগ সভাপতি সাফিউর রহমান সফি, সাধারন স¤পাদক তুষার কান্তি মন্ডল প্রমূখ ।